ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দÿÿন পূর্ব পার্শে বুড়ী নদী বিধৌত বিটঘর ইউনিয়ন। এই ইউনিয়নে আনেক জ্ঞানী ও গুনীর জন্মস্থান। তন্মধ্যে সুফী সাধক মরহুম সিরাজুল ইসলাম, মরহুম কবি জুলফিকার হায়দার এবং স্বর্গীয় দানশীল মহেশচন্দ্র ভট্টাচার্য্য অন্যতম। নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের সংযোগ সড়কটি স্বর্গীয় মহেস চন্দ্র ভট্টাচার্য্য নিজে জমি খরিদ করে তৎ সময়ে নির্মান করেছিলেন বর্তমানে উক্ত রাসত্মাটি সহেশ রাসত্মা নামে পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস