২) ইউনিয়ন পরিষদের কার্য্যবালী:- ইউনিয়ন পরিষদের ১০টি বাধ্যতামূলক এবং ৩৮টি ঐচ্ছিক কার্য্যাবলী রয়েছে। ক) বাধ্যতামূলক কার্য্যাবলী :- 1. আইন সৃংখলা রÿা। 2. অপরাধ দমন। 3. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। 4. পরিবার পরিকল্পনা। 5. স্থানীয় সম্পদের উন্নয়ন। 6. সম্পত্তি রÿানা বেÿণ। 7. উন্নয়ন কার্য্যাবলী গ্রহণ। 8. স্বাস্থ্য সম্মত বিষয়ে উদ্বুদ্ধকরন। 9. যাবতীয় নিবন্ধ্যন। 10. শুমারী পরিচালনা। খ) ঐচ্ছিক কার্য্যাবলীর মধ্যে:- ক) যোগাযোগ খ) শিÿা, কৃষি, স্বাস্থ্য ও পরিবার গ) পানীয় জল সরবরাহ ঘ) সাংস্কৃতিক ও সমাজ কল্যান ঙ) পরিবেশ চ) পরিষ্কার পরিচ্ছন্নতা ছ) উন্নয়নমূলক কাজ অন্যতম। এছাড়াও ইউনিয়ন পরিষদ জনসাধারনের নিরাপত্তা, রাজস্ব ও প্রশাসন, উন্নয়ন ও দারিদ্রদূরীকরন এবং বিচার সংক্রামত্ম কার্য্যাবলী সম্পাদন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস